টিকা বেঁচে সদ্য বিলিওনিয়ার হওয়া নয় ব্যক্তির সন্ধান পাওয়া গেছে। করোনা থেকে মুক্তিলাভের জন্য এত সতর্কতার পরও তার নিত্যনতুন ভেরিয়েন্টের আক্রমণ সামলানো কঠিন হয়ে পড়েছে। আক্রান্ত ব্যক্তির চিকিৎসা দেয়ার পাশাপাশি সবার জীবন রক্ষার জন্য টিকার প্রয়োজন সবাই অনুভব করছেন। বিশ্বব্যাপী টিকার এত চাহিদা থাকায় এর আর্থিক মূল্য বেড়ে গেছে। পাশাপাশি সহজে টিকাপ্রাপ্তি দুঃসাধ্য হয়ে পড়েছে। সুযোগ বুঝে ধড়িবাজ কিছু মানুষ কৌশলে টিকা উৎপাদন ও সরবরাহ নিয়ন্ত্রণ করে ফেলেছে। টিকা এখন মহামূল্যবান বাণিজ্য পণ্য। তাহলে টিকা নিয়ে রাজনৈতিক ডামাডোল কেন হবে না?