দামে কম মানে ভালো মিম কেন জরুরি

দেশ রূপান্তর সৈয়দ ফায়েজ আহমেদ প্রকাশিত: ২৩ মে ২০২১, ০৯:২৯

‘দামে কম মানে ভালো কাকলী ফার্নিচার’ মাত্র ছয় শব্দের এই বাক্য গত কিছুদিন বাংলাভাষীদের ফেইসবুক তথা ইন্টারনেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। মোবাইল ক্যামেরায় অতি সস্তায় বানানো এক বিজ্ঞাপনে দেখা যায় দুটি বাচ্চা মেয়ে এই একই কথা টানা নয়বার রিপিট করে এবং পুরো ব্যাপারটা মারাত্মক বিরক্তির হলেও, সেটা রীতিমতো মাথায় গেঁথে যায়। ফেইসবুকে গত ৯ এপ্রিল ভিডিওটা পাবলিশ হলেও মে মাসের ১৫ তারিখের দিকে সেটা দুয়েকজন জনপ্রিয় ইউটিবারের চোখে পড়ে এবং তাদের কল্যাণে দ্রুত ভাইরাল হয়ে ওঠে। অনেকেই হাস্যরস করে বলেন, বাচ্চা দুটোর বিরক্তির একঘেয়ে সংলাপটা স্ট্যানলি কুবরিকের বিখ্যাত সিনেমা ‘দি শাইনিং’-এর ঘোস্ট টুইনের দৃশ্যের সঙ্গে মিল আছে কিংবা তারচেয়েও ভয়ংকর। ব্যস! হুড়মুড় করে ভিডিওটা শেয়ার হতে থাকে এবং ইন্টারনেটের ট্রেন্ড অনুসারে এই ভিডিওর সঙ্গে নানারকম টেক্সট, অন্যান্য ভিডিওর জোড়াতালি বা জুক্সটাপজেশন, নানারকম ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক ঘটনা ও ব্যক্তিত্বের সঙ্গে মিলিয়ে হাজারে হাজারে কন্টেক্সট তৈরি হতে থাকে। বাংলাদেশে জন্ম নেওয়া অখ্যাত ভিডিওটা পশ্চিমবঙ্গেও ব্যাপক আলোড়ন ফেলে, এমনকি সেখানকার ইন্টারনেট জগৎ ছাপিয়ে সংবাদপত্র ও অন্যান্য মিডিয়াতেও সেটা আলোচনার জন্ম দেয়। চলতে থাকে মস্করা, খোঁচাখুঁচি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us