প্রথম আলোর সাহসী সাংবাদিক রোজিনা ইসলামের একটাই অপরাধ—তিনি একের পর এক দুর্নীতি ও অনিয়মের অন্ধকার জগৎটাকে আমাদের সামনে খুলে ধরেছেন। এতে আমাদের লাভ হয়েছে, দেশের লাভ হয়েছে। কোটি টাকার অপচয় আটকানো গেছে। অযোগ্য লোক উৎকোচ দিয়ে চাকরি লাভ করলে তাদের অযোগ্যতার মাশুল গুনতে হতো আমাদের সবাইকে, দেশকে। সেটা ঠেকানো গেছে। কিন্তু ক্ষতি হয়েছে তাদের, যারা পুকুরচুরি করতে গিয়ে ধরা খেয়েছে। এদের কেউ কেউ হয়তো ইতিমধ্যে বড় ধরনের ‘বিনিয়োগ’ করে বসে আছে, অপেক্ষায় ছিল ঘরে মুনাফা তোলার। সব ভেস্তে দিল মেয়েটা। এরা তো ক্ষিপ্ত হবেই।