বাংলার বিধানসভা ভোটের ফল ঘোষণার পর পরই নারদ-তদন্তে সক্রিয় সিবিআই। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কিছুদিন আগে তারা গ্রেপ্তার করেছিল তৃণমূলের তিন হেভিওয়েট নেতা-মন্ত্রীকে। অথচ লোকসভার স্পিকার ওম বিড়লাকে একাধিক বার চিঠি লিখেও নারদ-কাণ্ডে অভিযুক্ত দুই তৎকালীন তৃণমূল সাংসদ তথা অধুনা বিজেপি বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার অনুমোদন আদায় করতে পারেনি সিবিআই। লালকৃষ্ণ আদবানির নেতৃত্বাধীন লোকসভার এথিক্স কমিটির একটি বৈঠকও এখন পর্যন্ত হয়নি, যেখানে নারদ-কাণ্ড নিয়ে আলোচনা হতে পারত। ফলে নারদ-তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিড়ম্বনায় রাজ্য বিজেপিও। এই পরিস্থিতিতে লোকসভার প্রাক্তন স্পিকার, প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়কে তুলনা হিসাবে তুলে ধরে রাজ্য বিজেপির দাবি, বর্তমান স্পিকার ওম বিড়লাও 'বিজেপির কেউ না'!