রাজ্যের সদ্য-নির্বাচিত দুই মন্ত্রী সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে আছেন। তাঁদের গ্রেফতারির বিরুদ্ধে আদালতে মামলা চলছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাদের কাজে বাধা সৃষ্টির অভিযোগ এনেছে সিবিআই। এই আবহে আজ, বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ রাজ্যের ও দেশের রাজনীতিতে তোলপাড় ফেলেছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর মুখোমুখি হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।
এ দিন নবান্ন সভাঘর থেকে ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং স্বাস্থ্যসচিব। কোভিড পর্যালোচনা ওই বৈঠকের বিষয়বস্তু হলেও রাজনৈতিক ভাবে উত্তপ্ত এমন আবহে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুধুমাত্র কোভিড ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও কোনও বার্তা দেবেন, তা নিয়ে জল্পনা রয়েছে।