ফিলিস্তিনিরা ইসরায়েলিদের মতো সমান নিরাপত্তা, সাম্য ও আবাসভূমির দাবিদার

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ডিন ওবায়েদাল্লাহ প্রকাশিত: ১৭ মে ২০২১, ১৮:২২

ইসরায়েল ও হামাসের চলমান লড়াইয়ে জিতবে না কেউ। উভয় পক্ষেই ঘটেছে প্রাণহানি। দুইপক্ষে প্রাণহানির ঘটনা অসম হলেও তা হৃদয়বিদারক। রোববার বিকাল পর্যন্ত ১৯৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে আট শিশু, শনিবার গাজার শরণার্থী শিবিরে ক্ষেপনাস্ত্র হামলায় যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়।


অন্যদিকে, হামাসের চালানো রকেট হামলায় প্রাণ হারিয়েছেন ১০ ইসরায়েলি। নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে।


ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিই, তাহলে দেখা যাবে যুদ্ধবিরতিতে পৌঁছালেই শিরোনাম থেকে এই দ্বন্দ্ব-সংঘাত ধীরে ধীরে মুছে যাবে। বিশ্ববাসী পুনরায় নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়বে। অন্যদিকে, সকলের মন থেকে আবারও বিস্মৃত হবে ফিলিস্তিনের কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us