কোভিডের দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে অক্সিজেন সঙ্কট আর হাসপাতালে শয্যার আকাল। দিল্লির অবস্থাও একইরকম সঙ্গীন। এই পরিস্থিতি সামাল দিতে আজ বিশেষ কিছু ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কোভিড রোগীদের জন্য দিল্লির সব জেলায় অক্সিজেন কনসেনট্রেটর ব্যাঙ্ক তৈরির কথা ঘোষণা করেছেন তিনি।
শনিবার সাংবাদিক বৈঠকে কেজরীবাল বলেন, ‘‘অনেক সময় শয্যার অভাবে গুরুতর অসুস্থ করোনা রোগীকে হাসপাতালের আইসিইউ-য়ে ভর্তি করা যায় না। অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। চাহিদা মেটাতে তাই অক্সিজেন কনসেনট্রেটর ব্যাঙ্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’