করোনা সংক্রমণের কারণে বন্ধ সব বিনোদনকেন্দ্র। কিন্তু মানুষ ঘরে বসে নেই। ঈদের দ্বিতীয় দিন আজ শনিবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত, সিআরবি, ২ নম্বর গেটের বিপ্লব উদ্যান ও বায়েজিদের বাইপাস সড়ক এলাকায় মানুষের প্রচুর ভিড় ছিল। এসব জায়গায় ঘুরতে আসা লোকজনের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না।
এদিকে স্বাস্থ্যবিধি না মানায় এসব জায়গায় ঘুরতে আসা অনেককে আর্থিক জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫টি মামলা করেন। জরিমানা করা হয় ২ হাজার ১৮০ টাকা।