ভালো নেই সদরঘাটের মাঝিরা। ঈদে যাত্রী কম থাকায় তেমন ভাড়া পাচ্ছেন না তারা। ভাড়া কম পাওয়ায় তাদের এখন থাকা-খাওয়ায় কষ্টকর হয়ে যাচ্ছে। অসহায় হয়ে সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন সদরঘাটের মাঝিরা।
শনিবার (১৫ মে) সদরঘাটের নৌ ঘাটে গিয়ে দেখা যায়, অনেক মাঝি ভাড়া না পেয়ে বসে আছেন। সরকারঘোষিত বিধিনিষেধের (লকডাউন) কারণে তারা গ্রামেও যেতে পারেনি। এবারের ঈদও তেমন ভালো কাটেনি তাদের। পরিবার-পরিজন নিয়ে কোনো রকম দিন পার করছেন তারা।