মহামারির মধ্যে কর্মহীন মানুষ বেড়েছে ঢের। অপরাধও বাড়ছে। হত্যাকাণ্ডের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে কেউ কেউ। বিশেষ করে দেনা-পাওনা পরিশোধ নিয়ে অসহিষ্ণু হয়ে উঠছে মানুষ। বেকারত্বের কারণে সামাজিক অস্থিরতাও বেড়ে চলছে। এমনটাই মনে করছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী।
অপরাধ বিজ্ঞানীরা বলছেন, যারা দিনমজুরের কাজ করতেন, তারা মহামারিতে বেশি দুর্ভোগে পড়েছেন। তাদেরই অনেকে জড়িয়ে পড়ছেন অনৈতিক কাজে। এই অবস্থা চলতে থাকলে অপরাধের সংখ্যা বেড়ে যেতে পারে দ্বিগুণ।