তিনি স্বঘোষিত জেনারেল। থাকেন চীনসংলগ্ন শান প্রদেশে। কিন্তু তাঁর জওয়ানরা লড়ছেন ২৫০ মাইল দূরে বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন আরাকানে। কেবল এই বিবেচনাতেই জেনারেল তঙ ম্রাট নায়েঙকে জানাবোঝা বাংলাদেশের জন্য জরুরি। আরাকানের সঙ্গে বাংলাদেশের শত শত বছরের যে সাংস্কৃতিক ইতিহাস, তার ভবিষ্যৎ অংশটুকুতে নায়েঙ বড় চরিত্র হিসেবে উঠে আসছেন। তাঁর সঙ্গে পরিচিত হওয়া দরকার।
নায়েঙের অধীনে রয়েছে ১০ হাজার গেরিলা
দশকের পর দশক সামরিক শাসনে থাকায় দুনিয়াজুড়ে পরিচিত বর্মিজ জেনারেলের কমতি নেই। দেশটিতে বিভিন্ন গেরিলা বাহিনীর স্বঘোষিত জেনারেলও বিপুল। তাঁরা অনেকে খ্যাতনামা সমরবিদও। জেনারেল নায়েঙ দেশটির দ্বিতীয় ঐতিহ্যের সর্বশেষ সংযোজন। এ মুহূর্তে দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত গেরিলা দল আরাকান আর্মির প্রধান তিনি।