১৪ মে রুপসী-ডেমরা গণহত্যা দিবস। ১৯৭১ সালের ১৪ মে পাবনার সাঁথিয়া উপজেলার রুপসী এবং ডেমরা গ্রামের সাড়ে আটশ নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছিল পাক বাহিনী। স্বাধীনতার ৫০ বছর পরও এ গ্রামের স্বজনরা সে দিনের কথা ভুলতে পারেননি। এবার ঈদের দিনে পড়েছে দিবসটি। ফলে ঈদের আনন্দকেও যেন ম্লান করে দিচ্ছে শোকাবহ সেই ঘটনা।
প্রবীণ আলহাজ্ব মজির উদ্দিনসহ অন্যরা জানান, ১৯৭১ সালের এ দিনে পাঁচশতাধিক পাক সেনা পুরো এলাকা ঘিরে ফেলে। সব রাস্তা বন্ধ করে দেয়। ভোরে হানাদার বাহিনী আক্রমণ চালায়। দুপুর ১টা পর্যন্ত চলে নারকীয় তাণ্ডব। এ তাণ্ডবে অনেকেরই শেষ রক্ষা হয়নি।বাড়ি থেকে তন্ন তন্ন করে খুঁজে এনে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়।