মা দিবস থেকেই তুমুল আলোচনায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সোমবার মায়ের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র প্রকাশ করেন চঞ্চল। আর তারপর সামাজিক পাতায় তার ধর্মপরিচয়ের প্রশ্ন তুলে নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার হন তিনি। ওই পোস্টের কমেন্ট বক্সে কিছু ফেসবুক ব্যবহারকারী সাম্প্রদায়িক মন্তব্য করে। পরে চঞ্চল চৌধুরী সেসব মন্তব্য দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। প্রতিবাদ স্বরূপ অনেকে নিজের প্রোফাইল পিকচার বদলে চঞ্চল চৌধুরী ও তার মায়ের ছবি। এছাড়া হ্যাশট্যাগে লেখেন ‘চঞ্চল চৌধুরী ইজ আওয়ার ব্রাদার’, ‘তোমার মা আমার মা’, ‘আমার মা, তোমার মা’, ‘স্টপ সাইবার বুলিং’, ‘হোক প্রতিবাদ’।
আগামীকাল মুসলিমদের সবচে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আজ বৃহস্পতিবার ভোরে ঈদের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘ স্ট্যাটাস শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী।