করোনার কারণে এবার পশ্চিমবঙ্গে মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা বাতিল হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার এই করোনার আবহে এ পরীক্ষা চালাতে ঝুঁকি নিতে চাইছে না। এখন শুধু মুখ্যমন্ত্রী মমতার সিদ্ধান্তের অপেক্ষায়।
করোনার কারণে গত বছরের ২৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের বিধানসভা নির্বাচন ও করোনার পরিস্থিতির কারণে এ রাজ্যের মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা পিছিয়ে ১ জুন করা হয়েছে। আর সেই পরীক্ষা শেষ হবে এ বছরের ১০ জুন। কিন্তু করোনা পরিস্থিতি জটিল হওয়ার কারণে গতকাল মঙ্গলবার রাজ্যের বিদ্যালয় শিক্ষাসচিবের সঙ্গে মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সভায় মাধ্যমিক পরীক্ষা আপাতত স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।