চট্টগ্রামে করোনায় আরো পাঁচ জনের মৃত্যু আক্রান্ত ১০৯

ইনকিলাব প্রকাশিত: ১২ মে ২০২১, ০৮:২৬

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে আরও ১০৯ জনের। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৭৩ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৯৯ জনে। বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।


গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৮৬৫ নমুনা পরীক্ষায় ১০৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৮২ জন এবং উপজেলার ২৭ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭ জন এবং শেভরণ ল্যাবে ১৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৯ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us