রোজা যায় রোজা আসে

কালের কণ্ঠ মোফাজ্জল করিম প্রকাশিত: ০৯ মে ২০২১, ১১:৪৩

আজ রোববার, রমজান মাসের ২৬ তারিখ। আর তিন-চার দিন পর ঈদ, ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তবে ঠিক কবে ঈদ হবে তা আজই বলা যাচ্ছে না, কারণ সেটা নির্ভর করছে শওয়ালের চাঁদ দেখার ওপর। এখন চলছে রমজান মাস। রমজান যদি ২৯ দিনে শেষ হয়ে যায়, তবে পরদিন ঈদ। আর তা না হলে ৩০টি রোজা পুরো করে তার পরের দিন, অর্থাৎ শওয়ালের প্রথম দিন হবে ঈদ।


ঈদ শব্দের আভিধানিক অর্থ খুশি। ঈদের দিন তাই ছোট-বড়, ধনী-গরিব সবাই রমজান মাসজুড়ে কৃচ্ছ্রতা ও সংযম সাধনার পর খুশিতে মেতে ওঠে। এটাই ঈদের চিরায়ত চিত্র। কিন্তু এবার? এবার সেই চিত্রটাই গেছে বদলে। করোনা নামক এক কাল কেউটের ছোবলে গোটা বিশ্ব এখন বেদনায় নীল। মানুষের জীবন থেকে আনন্দ-হাসি-গান এখন দ্রুত অপসৃয়মাণ। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে শতকরা আশি জন মানুষেরই বেঁচে থাকার সংগ্রামে নিরন্তর রক্তক্ষরণ হচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us