ভারতীয় সেনাবাহিনীতে এই প্রথম যুক্ত হলো নারী জওয়ান। শনিবার (৮ মে) কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে প্রথম নারী ব্যাচের ৮৩ জনকে সেনায় অন্তর্ভুক্ত করা হয়।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, কর্পস অব মিলিটারি পুলিশ অ্যান্ড স্কুলে (সিএমপি অ্যান্ড এস) যোগদানের আগে ৬১ সপ্তাহের কড়া অনুশীলনের গণ্ডি পার করতে হয়েছে এই নারী দলের।