ঈদের আগে গ্রেপ্তারকৃত ছাত্রদের জামিনে মুক্তির ক্ষেত্রে বাধা দূর করতে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতির কাছে ১৮ জন বিশিষ্ট নাগরিকের চিঠি প্রসঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, জামিন পাওয়া সাংবিধানিক অধিকার হলেও বিচারিক প্রক্রিয়ার বাইরে নানা প্রশাসনিক ও রাজনৈতিক বাধা তৈরি করে এই অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে প্রতিকার চাওয়া হয়।
আজ শনিবার, বেলা ১২ টায় ধানমন্ডি গণস্বাস্থ কেন্দ্রের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে সংবাদ সম্মেলনে চিঠি পাঠ এবং মূল বক্তব্য তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। এতে র্ভাচুয়ালি বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং ইপস্থিত থেকে বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।