বেনাপোল বন্দর হয়ে ভারত থেকে দেশে ফেরা আরও ১৬০ জনকে সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শুক্রবার (৭ মে) দেশে ফিরলে তাদের শহরের আল কাসেম ইন্টারন্যাশনাল, টাইগার প্লাস ও উত্তরা আবাসিক হোটেলে রাখা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, যশোরে কোয়ারেন্টাইনের জন্য জায়গা না থাকায় সাতক্ষীরার তিনটি হোটেলে ভারতফেরত যাত্রীদের রাখা হয়েছে। তাদের কেউ অসুস্থ হলে বা কারোও করোনা শনাক্ত হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। জেলায় এখন পর্যন্ত ৩০০ জনকে বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। নতুন করে আরও অনেকে আসতে পারেন। আগতদের সব ধরণের সহযোগিতা করা হবে।