গত মাসের ২৪ তারিখ দুপুরে লাউয়াছড়ার একটি অংশে বন বিভাগের একটি কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আগুন লাগে। কয়েক ঘণ্টার চেষ্টায় কমলগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ও বন বিভাগ আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনার তদন্তে শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক মির্জা মেহেদী সারোয়ার ও বন মামলার পরিচালক জুলহাস উদ্দিনের সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। ঘটনার তিন দিন পর ২৮ এপ্রিল বিভাগীয় বন কর্মকর্তার অফিসে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি। সম্ভবত প্রাকৃতিক বনে আগুন লাগার ঘটনায় এটিই দ্রুততম সময়ে জমা হওয়া কোনো তদন্ত প্রতিবেদন।