‘এবার গাছোত প্রচুর আম ধরছে বাহে কিন্তু ঝড়-বাদলে আম পড়ি গেইছে। এখনও প্রচণ্ড গরমে আম ঝড়ি পড়োচে।’ কথাগুলো বলছিলেন হাঁড়িভাঙ্গা আমের মাতৃগাছের জনক মৃত নফল উদ্দিন পাইকারের ছেলে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছা ইউনিয়নের তেকানী গ্রামের আম চাষি আমজাদ হোসেন পাইকার (৫৮)।
শুধু আমজাদ হোসেন পাইকার নয়, ‘হাঁড়িভাঙ্গা’ আম নিয়ে দুশ্চিন্তা কাটছে না রংপুর অঞ্চলের চাষিদের। করোনাভাইরাসের কারণে গত বছর চাষিদের লোকসানের মুখে পড়তে হয়েছিল। চলতি মৌসুমেও একই অবস্থায় পড়েছে বাগান মালিকরা।