You have reached your daily news limit

Please log in to continue


পশুদের থেকে ভয়াবহ রূপে মানুষের শরীরে ফিরতে পারে সংক্রমণ? সিংহের কোভিডে বাড়ছে আশঙ্কা

মানুষের থেকে পশুদের মধ্যে কি করোনা সংক্রমণ ছড়াচ্ছে? আর যদি ছড়ায় তা হলে কি তা আরও ভয়াবহ রূপ নিয়ে পশুদের থেকে মানুষের মধ্যে ফের সংক্রমণ ঘটতে পারে? হায়দরাবাদের চিড়িয়াখানায় ৮ এশিয়ান সিংহ করোনা পজিটিভ হওয়ার পর এই প্রশ্নইগুলিই এখন চিকিৎসকদের নতুন করে ভাবাচ্ছে।

সম্প্রতি হায়দরাবাদের চিড়িয়াখানার ৮ সিংহের মধ্যে কোভিড সংক্রমণ মিলেছে। হাঁচি, খাবারে অনীহা ইত্যাদি লক্ষণ দেখেই নাক এবং গলা থেকে নমুনা নিয়ে আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়েছিল সিংহগুলোর। এই প্রথম ভারতে চিড়িয়াখানার কোনও পশুর মধ্যে করোনা সংক্রমণ মিলল। এই বিষয়টিই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞদের। যদিও মানুষের থেকেই সিংহগুলি সংক্রামিত হয়েছে কি না তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা কিন্তু তাঁদের কাছে উদ্বিগ্নের বিষয় হল, মানুষের থেকে পশুদের সংক্রমণ ঘটলে এবং সেই ভাইরাস পশুদেহে রূপ বদলে (মিউটেশন ঘটিয়ে) পুনরায় মানুষের শরীরে প্রবেশ করে তা হলে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সে জন্য সিংহগুলিকে নজরে রাখা খুব দরকার বলে মনে করেন সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির অধিকর্তা চিকিৎসক রাকেশ মিশ্র।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন