সুস্থতা সবারই কাম্য। এর জন্য আমাদের দেহের অন্যান্য অঙ্গও সুস্থ থাকা চাই। তবে বেঁচে থাকার জন্য আমাদের ফুসফুসের সুস্থতা অনেক বেশি জরুরি। বিশেষ করে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে এর প্রয়োজনীয়তা অধিক। কারণ করোনাভাইরাস ফুসফুসেই সবার আগে আক্রমণ করে। তাইতো এই সময় আমাদের সবারই বাড়তি সচেতনতা দরকার।
এই সময় সবার আগে জানা জরুরি আপনার ফুসফুস সুস্থ আছে কিনা। তবে এখন হাসপাতালে যেয়ে ফুসফুস বা কিডনিতে কোনো সমস্যা আছে কিনা তা পরীক্ষা করাও বেশ ঝামেলার। তাই বেছে নিন ঘরোয়া পদ্ধতি। ঘরোয়া পদ্ধতির এই পরীক্ষা বেশ কার্যকর ও সহজ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এই পদ্ধতিটি সম্পর্কে জানা গেছে। এই পরীক্ষার জন্য প্রয়োজন শুধু একটি চামচ আর একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট। এই পরীক্ষার মাধ্যমে কিডনি বা ফুসফুসে সমস্যা রয়েছে কিনা জানার সঙ্গে সঙ্গে জানতে পারবেন অন্যান্য রোগ সম্পর্কেও।