চলতি বছর জুনে আরো সাড়ে ৫৩ হাজার ভূমি ও গৃহহীন পরিবারের মাথা গোঁজার ঠাঁই হচ্ছে মুজিববর্ষে প্রধানমন্ত্রী যে নতুন ঘর উপহার দিচ্ছেন তার আওতায়।
আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন এলাকার অসহায় মানুষ এসব ঘর পাবেন। আগামী অর্থবছরে দেওয়া হবে আরো সোয়া এক লাখ ঘর।
সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীন মানুষের জন্য নতুন ঘর নির্মাণের অগ্রগতি বিষয়ক এক পর্যালোচনা সভায় এই তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস এর সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।