টাকার অভাবে চিকিৎসা সঙ্কট, দগ্ধ পরিবারের পাশে লিপি ওসমান

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০২ মে ২০২১, ১৪:৫৯

নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিম তল্লার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধদের চিকিৎসা সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। তিনি নারায়ণগঞ্জ- ৪ আসনের এমপি শামীম ওসমানের সহধর্মিনী।


উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ফতুল্লার পশ্চিম তল্লায় ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়। এর মধ্যে সাথীর পরিবারের ৬ জন দগ্ধ হয়ে বাবা হাবিবুর রহমান ও মা আলেয়া বেগম মারা যায়। আর ছোট ভাই নবম শ্রেণীর শিক্ষার্থী লিমন, ছোট বোন তাবাসসুম মীম, মীমের ৪৫ দিনের সন্তান মাহিরা ও নানি সামান্তা বেগম এখনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন। অর্থ সংকটে অনিশ্চয়তায় ছিল তাদের চিকিৎসা। তাদের এই অসহায়ত্বের বিষয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এতে নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান পরিবারটির চিকিৎসার জন্য ১লাখ টাকা পাঠিয়ে দেন। পরিবারটির পক্ষ থেকে সাথী ও মো. বিপ্লব টাকা বুঝে নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us