You have reached your daily news limit

Please log in to continue


মাস্ক না পরলেই পটলের মালা

‘হয় মাস্ক পরুন। না হয় পটল তুলুন।' স্লোগান ছিল খানিকটা এমনই। এ ভাবেই সচেতনতার প্রচারে নামলেন একদল যুবক। পটল তুলতে না হলেও পটলের মালা পরতে হলও অনেককে। কারণ মাস্ক ছিল না তাঁদের মুখে। থাকলেও তা ছিল নাকের তলায়। মাস্ক ছাড়া এখন রাস্তায় বের হলে করোনা সংক্রমিত হওয়ার সম্ভবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। সর্বত্র মাস্ক, এমনকি দুটো মাস্ক পরার কথা বলছেন বিশেষজ্ঞরা।

এখনও মাস্ক পরছেন না অনেকে। আবার দেখা যাচ্ছে, মাস্ক তো পরছেন অধিকাংশ মানুষ। কিন্তু আদতে বহু মানুষের সেই মাস্ক নামানো নাক-মুখ থেকে। তাতে লাভ হল কোথায়? উত্তর জানা নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন