নার্সারিতে বাবা-ছেলের সাফল্য, মাসিক আয় ৬০ হাজার

প্রথম আলো প্রকাশিত: ০১ মে ২০২১, ১৪:০৬

২১ বছর আগে ১০ হাজার টাকায় ভাড়া জায়গায় শুরু করা নার্সারিটির পরিধি ও আয় বেড়েছে অনেক। ফলজ, বনজ, ওষধি কিংবা সৌন্দর্যবর্ধনের জন্য সব ধরনের চারাই আছে সেখানে। একটি নার্সারি দিয়ে শুরু, বর্তমানে নার্সারির সংখ্যা পাঁচ। নার্সারি করেই ভাগ্য বদলে ফেলেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিল্লাল সিকদার ও তাঁর ছেলে মো. আল-আমিন।


নার্সারির নামকরণ করা হয়েছে জননী। এই নার্সারি থেকে প্রতি মাসে গড়ে আড়াই লাখ টাকার গাছের চারা ও বীজ বিক্রি করে বাবা-ছেলের এখন মাসিক আয় ৬০ হাজার টাকা। শখের বশে নার্সারি তৈরি করা হলেও বর্তমানে তা রুটিরুজির অবলম্বন। স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ের নিয়ে বিল্লাল সিকদারের সংসার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us