ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের একমাস পেরিয়ে গেলেও এ ঘটনায় চিহ্নিত প্রধান ইন্ধনদাতাদের কেউ গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় গ্রেফতার অভিযান নিয়ে সচেতনমহলে নানা প্রশ্ন উঠেছে। তবে পুলিশ বলছে, ভিডিও ফুটেজের ভিত্তিতেই প্রকৃত আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিনদিন ব্রাহ্মণবাড়িয়া শহরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে হেফাজতের নেতাকর্মীরা। তাদের তাণ্ডবে শহরের বাড়িঘর, দোকান-পাট, সরকারি স্থাপনা, রেলষ্টেশনসহ অর্ধশত স্থাপনা আগুনে পুড়িয়ে দেয়া হয়।