করোনাভাইরাসে ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। প্রথম ধাপের চাইতেও শক্তিশালী হয়ে ফিরে এসেছে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ। আক্রান্ত ও মৃতের সংখ্যাও কমার বদলে বেড়ে চলেছে। এই কঠিন সময়ে আমাদের করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবসময় সার্জিক্যাল মাস্ক ব্যবহারের প্রতি জোর দেয়া হয়েছে। কারণ অন্যান্য স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সার্জিক্যাল মাস্ক ব্যবহারের মাধ্যমেই করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।
সচেতন নাগরিকরা ঘর থেকে বের হলেই সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন। কিন্তু কেবল সার্জিক্যাল মাস্ক ব্যবহার করলেই হবে না। জানতে হবে এর সম্পর্কে জরুরি কিছু তথ্যও। যা আমাদের আরও বেশি সচেতন হতে সহায়তা করবে।