পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শব্দ দূষণ থেকে মুক্ত থাকতে আমাদের প্রত্যেককে শব্দ সচেতন হতে হবে। অপ্রয়োজনীয় শব্দ করা থেকে বিরত থাকতে হবে। এলক্ষ্যে শিশুদেরকে শৈশব থেকেই শব্দ সচেতন করে গড়ে তুলতে হবে। সকলে মিলেই আমরা নিরাপদ আবাস গড়ে তুলবো।
বুধবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক ভার্চুয়াল কর্মশালায় যুক্ত হয়ে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।