বর্তমান সময়ে দেশে ও বিদেশে নিজের নাগরিক এবং সমালোচকদের অনুসরণ করতে নজরদারির এক জটিল জাল বিছিয়ে রেখেছে চীন। এ নজরদারির কাজ চালাতে শুধু রাষ্ট্র পরিচালিত সিস্টেমই নয় বরং বেসরকারি কোম্পানিগুলোকেও ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) নিউজ উইকে জিনলি ইয়াং এবং ডলকুন ইসা এক মতামতে এসব লিখেছেন।
সেখানে আরো বলা হয়েছে, বিদেশে অবস্থানরত উইঘুররাও নজরদারির সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি এই বিষয়ে আরো একটি আকর্ষণীয় ঘটনা সামনে এসেছে।