বাংলাদেশে তামাকপণ্যে করারোপ জনসাধারণের জন্য মঙ্গলজনক। ২০১৮ সালে তামাকজনিত রোগে প্রায় এক লাখ ২৬ হাজার মানুষ মৃত্যুবরণ করেন। একই বছর তামাক ব্যবহারের সরকারের অর্থনৈতিক ক্ষতির (চিকিৎসা ব্যয় এবং উৎপাদনশীলতা হারানো) পরিমাণ ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। অথচ একই সময়ে (২০১৭-১৮) তামাকখাত থেকে সরকারের অর্জিত রাজস্বের পরিমাণ মাত্র ২২ হাজার ৮১০ কোটি টাকা। পরিবেশ এবং কৃষকের জীবন-জীবিকার উপরও তামাক চাষের বিরূপ প্রভাব ব্যাপক। এমন সব মন্তব্য বিশেষজ্ঞদের।