চৈত্র বৈশাখ মাসে তরকারিতে লাউ রাখেন না এমন বাঙালির সংখ্যা কম। গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে লাউয়ের জাঙলা চোখে পড়টা স্বাভাবিক দৃশ্য। সেই জাঙলায় ৮টি বা ১০টি লাউ ঝুলে থাকার চিত্রও চিরায়ত। কিন্তু একটি থোকায় একসাথে ৩৫টি লাউ কখনও চিন্তা করা যায়?
কিন্তু কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামের কৃষক আব্দুস ছালামের বাড়ির পিছনে লাগানো লাউগাছে এমন দৃশ্যই দেখা যাচ্ছে। এক থোকায় একটি দুইটি নায় মোট ৩৫টি লাউ ধরেছে। জাংলীতে থোকার মতো ঝুলে আছে লাউগুলো। এই অভূতপূর্ব ঘটনা দেখতে ওই বাড়িতে প্রতিদিন উৎসুক মানুষের আনাগোনা চলছে।