ফ্রিজের বাইরেটা সাজিয়ে রাখা, সে নাহয় বুঝলাম; কিন্তু ভেতরেও সাজিয়ে গুছিয়ে রাখা, এ আবার কেমন ধারা? কিছুদিন ধরেই টিকটকে শুরু হয়েছে নতুন এই ট্রেন্ড। যেখানে সবাই ঘরের পাশাপাশি নিজের ফ্রিজের অন্দরও সাজিয়ে রাখছেন। নতুন এই নন্দনতত্ত্বকে ডাকা হচ্ছে ‘ফ্রিজস্কেপিং’।
‘ফ্রিজস্কেপিং’কী? হঠাৎ করে কেনই–বা ট্রেন্ড?
ঘরের বাকি সব যন্ত্রের তুলনায় ফ্রিজ একটু আলাদা। ফ্রিজের বাইরের সৌন্দর্য থেকে ভেতরের কাজই বেশি গুরুত্বপূর্ণ। তবু ঘরের একটি বড় অংশজুড়ে থাকা এই যন্ত্রকে সাজাতে বিভিন্ন উপায় বেছে নেন। কেউ ব্যবহার করেন ম্যাগনেট, কেউ আবার স্টিকার। এত দিন পর্যন্ত ফ্রিজ সাজানোর ব্যাপারটা বাইরেই আটকে ছিল। কিন্তু ‘ফ্রিজস্কেপিং’ বিষয়টি ফ্রিজের ভেতরকে সুন্দর করে সাজানোর সঙ্গে সম্পর্কিত।