সাম্প্রতিক সময়ে ইন্দো-প্যাসিফিক সহযোগিতা নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলো বেশ সক্রিয়। যদিও কূটনৈতিক মহলে ইন্দো-প্যাসিফিক কৌশলগত সহযোগিতার আলোচনাটি খুব পুরনো নয়। মূলত ইন্দো-প্যাসিফিক এই শব্দটি সবার আগে ব্যবহার করেন ভারতীয় ঐতিহাসিক কলিদাস নাগ, ১৯৪১ সালে তার বিখ্যাত ইন্ডিয়া ও প্যাসিফিক ওয়ার্ল্ড বইতে। তিনি এর দ্বারা সংস্কৃতি ও সভ্যতার মেলবন্ধন ও সমুদ্রপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের যোগাযোগের ঐতিহ্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অ্যাকাডেমিক মহলেও ইন্ডিয়া-প্যাসিফিক শব্দটি নতুন।