You have reached your daily news limit

Please log in to continue


ভবন নির্মাণেই দেড় যুগ পার

নির্মাণকাজ শুরুর প্রায় দেড় যুগ পর শেষ হয়েছে বগুড়ার সান্তাহারে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণকাজ। চলতি মাসের প্রথম সপ্তাহে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বাস্থ্য বিভাগের কাছে হাসপাতালটি হস্তান্তর করেছে। নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় লোকবল, চিকিৎসা সরঞ্জাম ও আসবাব না পাওয়ায় এখানে চিকিৎসাসেবা চালু করা সম্ভব হয়নি।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নির্মাণকাজ শুরুর কয়েক বছর পরই হাসপাতালটিতে লোকবল নিয়োগ হয়। কিন্তু কাজ শেষ হতে দেরি হওয়ায় তাদের অন্যান্য হাসপাতালে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ হলেও সেগুলো অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পাঁচজন নার্সসহ আটজন নিয়োগপ্রাপ্ত হলেও তাঁরা বর্তমানে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন