গ্রামটিতে ফসলি জমি, পুকুর, গাছগাছালি সবই আছে। নেই শুধু মানুষ। সরকারি নথিতে গ্রামটির নাম ‘মঙ্গলপুর’ থাকলেও এখানে কোনো মানুষের বসবাস নেই।
৬৫-৭০ বছর আগে মঙ্গলপুর গ্রামে মানুষের মধ্যে ‘অমঙ্গলৎ’ আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেসময় ভয়ে গ্রাম ছেড়ে চলে যায় সবাই। তখন থেকে গ্রামটি মানুষশূন্য হয়ে পড়ে।