গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সিন্দুকের মধ্যে বিলিয়ন বিলিয়ন টাকা রেখে লাভ হবে না। এই অর্থ করোনাকালে দরিদ্র মানুষের কাজে ব্যবহার করতে হবে।
আজ শনিবার দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে করোনা মহামারিতে সৃষ্ট পরিস্থিতিতে হকার, শ্রমিক ও বেকার সাংবাদিকদের খাদ্য সহায়তা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, করোনায় মানুষের দুর্দশা লাঘবে প্রথম ধাপ হলো কর্মহীন মানুষের সাহায্যে এগিয়ে আসা। আড়াই কোটি মানুষের এক মাসের খাদ্যের যোগান নিশ্চিত করতে হবে।