আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রায় সব মুসলিমরাই রমজানে রোজা রাখেন। সারাদিন অনাহারে থেকে সন্ধ্যায় তারা ইফতার করেন। এই দীর্ঘ সময় অন্যান্য খাবারের সঙ্গে সঙ্গে পানিও খাওয়া নিষেধ। তাইতো ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত রোজায় পানি খাওয়া কম হয়। এর মধ্যেই বাড়ছে গরমের তীব্রতা। তার উপর করোনার আবহ। সব মিলিয়ে এই কঠিন সময়ে সুস্থ থাকতে শরীরের প্রতি বাড়তি যত্ন নেয়া অত্যাবশ্যকীয়।
রোজায় যেহেতু পানি কম খাওয়া হয়, তাই এসময় অন্যান্য শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে ইউরিন ইনফেকশন বা প্রস্রাবে সংক্রমণও ঘটতে পারে। যা খুবই যন্ত্রণাদায়ক।
ইউরিন ইনফেকশন কী?
একধরনের ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ হলো ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণ। প্রাথমিকভাবে এ রোগের লক্ষণ হিসেবে প্রস্রাবে জ্বালাপোড়া ও ঘনঘন প্রস্রাবের বেগ হয়ে থাকে।