গত ১২ এপ্রিল মালিবাগ হোসাফ টাওয়ারে একটি বেসরকারি ব্যাংকে গিয়েছিলাম টাকা উত্তোলন করার জন্য। যেহেতু দুই দিন পর কঠোর এবং সর্বাত্মক লকডাউন দেওয়া হয়েছে দেশব্যাপী। তাই ব্যাংকে গ্রাহকদের প্রচণ্ড ভিড় ছিল। আমি একটি লাইনে দাঁড়ালাম। যদিও ব্যাংকের ম্যানেজার আমার পূর্বপরিচিত, তাই আমি তার কাছে গেলে তিনি টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করতেন; কিন্তু আমি ম্যানেজারের কাছে না গিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। এমন সময় এক বয়স্ক ব্যক্তি এলেন। তিনি ব্যাংকে প্রবেশ করেই মোবাইলে কথা বলতে বলতে এদিক ওদিক ঘুরতে লাগলেন।
তার মুখে মাস্ক পরা থাকলেও তা ছিল থুতনির নিচে। নাক এবং মুখ খোলা ছিল। একসময় তিনি এসে আমার পিছনে লাইনে দাঁড়ালেন। আমি তাকে মাস্ক ভালোভাবে পরার জন্য অনুরোধ করলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলেন, আমি মাস্ক কীভাবে পরব তা কি আপনার কাছ থেকে শিখতে হবে? আমি অত্যন্ত শান্তভাবে তাকে বললাম, আপনি যেভাবে মাস্ক পরেছেন তাতে আপনিও করোনায় আক্রান্ত হতে পারেন। অন্যেরাও আপনার দ্বারা আক্রান্ত হতে পারে। তিনি তখন বললেন, আল্লাহর হুকুম ছাড়া করোনা কাউকে আক্রমণ করে না।