বিলকিস বেগমের (৩৮) নিজের মালিকানায় পাঁচ শতক জমি আছে, স্বামীর আড়াই বিঘা। বছরজুড়েই জমিতে শস্য ফলান। গত চার মাসে আমন ধানের পর আলু আর ইরি ধান বিক্রি করেছেন ১ লাখ ২৬ হাজার টাকার। স্বামী স্থানীয় একটি বেসরকারি সংগঠনের কাজে যুক্ত। তাই কৃষিকাজ দেখভালের বেশির ভাগটাই নিজে করেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামের বিলকিস বেগম প্রথম আলোকে বলেন, ‘গ্রামে চাকরিজীবী, কৃষক, সংসারী সব মানুষই আছে। আমার মতো মধ্যবিত্ত নারীদের সবাই কৃষিকাজ দেখে।’