বরিশালে মাইক্রোবাসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহন করায় তাজুল আহম্মেদ (৩৮) নামের এক চালককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বেতগাতি এলাকায় চেকপোস্টে ওই গাড়ি চালককে আটক করা হয়।
ওই চেকপোস্টের ইনচার্জ সার্জেন্ট মাহাবুব উজ্জল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্টিকার লাগানো ওই গাড়িতে ১০ জন যাত্রী ছিল। গাড়িটি থামানোর সংকেত দিলে চালক কিছুটা ঘাবড়ে যান। যাত্রীরা জানান তারা উজিরপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। ঢাকা পৌঁছে দেয়া বাবদ তাদের কাছ থেকে বাস ভাড়া থেকে তিনগুণ-চারগুণ বেশি ভাড়া নেয়া হয়েছে।