কবরে শয্যা মিলবে তো?

যুগান্তর ড. মাহবুব উল্লাহ প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ১২:০৯

প্রখ্যাত লেখক আলবার্ট কাম্যুর জন্ম হয়েছিল আলজেরিয়ায় ১৯১৩ সালে। তিনি আলজিয়ার্স বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে লেখাপড়া করেন এবং পরে হলেন সাংবাদিক। এছাড়া তিনি তরুণদের নিয়ে নাটকের একটি দল সৃষ্টি করেছিলেন। তার প্রথমদিককার প্রবন্ধগুলো ‘The Wrong side and the Right side’ এবং ‘Nuptials’ গ্রন্থ দুটিতে সংকলিত হয়েছে। তরুণ কাম্যু প্যারিসে গেলেন, যেখানে তিনি Paris Soir নামে একটি সংবাদপত্রে কাজ করেছেন এবং তারপর আবার আলজিয়ার্সে ফিরে আসেন।


তার লেখা নাটক ক্যালিগুলা ১৯৩৯ সালে প্রকাশিত হয়। তার লেখা প্রথম দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো ‘The Outsider’ এবং দার্শনিক রচনার সংকলন ‘The ¸th of Sisyphus’. গ্রন্থ দুটি প্রকাশিত হলো তার প্যারিসে ফিরে যাওয়ার পর। ১৯৪০ সালে জার্মানরা ফ্রান্স দখল করে নেয়। কাম্যু সেখানে প্রতিরোধ সংগ্রামের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব প্রদান করেন। তার সম্পাদনা এবং লেখা নিয়ে প্রকাশিত হয়েছিল গোপন সংবাদপত্র Combat. এ পত্রিকাটি প্রকাশের জন্য তিনি সহায়তা দিয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us