চীনে বিশ্বের বৃহত্তম ৫জি মোবাইল নেটওয়ার্ক এবং অতঃপর

জাগো নিউজ ২৪ আলিমুল হক প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ০৯:২৩

আমি যখন কোনো ব্রান্ডের পণ্য একবার ব্যবহার করা শুরু করি, তখন সেটা কোনো ঝামেলা না-করা পর্যন্ত ছাড়ি না। চীনে আসার পর আবাম ছালাউদ্দীন ভাই ‘কানথেন’ ব্রান্ডের পানি খাওয়া শেখালেন, আজও সেই পানি খাচ্ছি; চীনা সহকর্মী আকাশ পরিচয় করিয়ে দিলেন চীনের ‘সিয়াওমি’ ব্রান্ডের স্মার্টফোনের সঙ্গে, আজও সিয়াওমি ছাড়িনি। এমনকি, আমার ঘরের বায়ু বিশুদ্ধকরণ যন্ত্রটিও সিয়াওমি ব্রান্ডের! আমি যখন কোনো ব্রান্ডের পণ্য একবার ব্যবহার করা শুরু করি, তখন সেটা কোনো ঝামেলা না-করা পর্যন্ত ছাড়ি না। চীনে আসার পর আবাম ছালাউদ্দীন ভাই ‘কানথেন’ ব্রান্ডের পানি খাওয়া শেখালেন, আজও সেই পানি খাচ্ছি; চীনা সহকর্মী আকাশ পরিচয় করিয়ে দিলেন চীনের ‘সিয়াওমি’ ব্রান্ডের স্মার্টফোনের সঙ্গে, আজও সিয়াওমি ছাড়িনি। এমনকি, আমার ঘরের বায়ু বিশুদ্ধকরণ যন্ত্রটিও সিয়াওমি ব্রান্ডের! 


আমার প্রথম সিয়াওমি স্মার্টফোনটি ছিল ৪জি কম্পিটিবল। কিন্তু তখন আমার মোবাইল অপারেটর আমাকে দিত ৩জি সেবা। যখন ৪জি সেবা চীনের বাজারে এলো, তখন অপারেটরের কাছ থেকে ম্যাসেজ পাওয়া শুরু করলাম। ৩জি থেকে ৪জি-তে যাওয়ার আহ্বান, সঙ্গে নানাবিধ সুযোগ-সুবিধার অফার। আমি নির্বিকার। স্মার্টফোনে আমার যা কাজ, তা ৪জি দিয়েই দিব্যি চলছিল। তো একদিন দেখি, আমার ফোনে ৪জি সাইন দেখাচ্ছে। বুঝলাম, মোবাইল অপারেটর আমাকে না-চাইতেই ৪জি সেবা দেওয়া শুরু করেছে এবং এর জন্য এক্সট্রা কোনো চার্জও করছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us