দশের পাশে ‘বেমানান’ শূন্য, এবার কী সেই আক্ষেপ ঘুচবে মুমিনুলের?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ১৭:৩০

টেস্ট অভিষেকে অর্ধশতক। ২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ১০৮ মিনিটে ৮৩ বলে ৯ বাউন্ডারিতে ৫৫ রানের ইনিংসটি ঢাকা পড়ে গিয়েছিল মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি (২০০), মোহাম্মদ আশরাফুলের ১৯০ আর নাসির হোসেনের সেঞ্চুরি (১০০) রানের অনবদ্য ইনিংস তিনটির কারণে ছোট খাট গড়নের মুমিনুলের টেস্ট অভিষেকে ফিফটিটা ঢাকা পড়ে যায়; কিন্তু পরের টেস্টে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ইনিংসে আবার অর্ধশতক (৬৪) এবং পরের ইনিংসে ৩৭।


এর ঠিক পরের টেস্ট খেলতে গেলেন জিম্বাবুয়ের হারারেতে। সেখানে রান পাননি ২৩ ও ২৯ রানে সাজঘরে ফেরা; কিন্তু দেশে ফিরে ৫ মাসের মধ্যে হইচই ফেলে দিলেন। ২০১৩ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ৩৭৭ মিনিট উইকেটে থেকে ২৭৪ বল খেলে ২৭ বাউন্ডারিতে ১৮১ রানের বিশাল ইনিংস সাজিয়ে মুমিনুল জানান দেন আমি বড় ইনিংস খেলতে পারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us