জার্মানিতে বছরখানেক আগে চালু হয়েছিল এই হেল্পলাইন। এক বছরে এক হাজার ৮০০-র বেশি কল গেছে সেখানে। জার্মানিতে এখন পুরুষরা তাদের বিরুদ্ধে সহিংসতার রিপোর্ট করছেন হেল্পলাইনে।
যাকে বলে উল্টো কাণ্ড। বিশ্বজুড়ে যেখানে মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে, করোনাকালে গার্হস্থ হিংসা আরো বেড়েছে বলে রিপোর্ট আসছে, সেখানে জার্মানিতে পুরুষদের বিরুদ্ধে সহিংসতা সংক্রান্ত হেল্পলাইনে ফোনের বন্যা বয়ে যাচ্ছে। গত এক বছরে সেখানে এক হাজার ৮০০-রও বেশি ফোন গেছে। এই অবস্থা দেখে কর্তৃপক্ষ হেল্পলাইন খোলা থাকার সময়ও বাড়িয়ে দিয়েছেন।