স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ২০ এপ্রিল ২০২১, ০০:০০

মেহেদী রাঙানো হাত, গহনায় মোড়ানো নতুন সাজে ৬ বেহারার পালকিতে চড়ে যে নববধূর আসার কথা ছিল, সেই নববধূ আসলো স্বামী হত্যাকারীদের ফাঁসির দাবিতে। বিয়ের বয়স মাত্র ১৭ দিনের মধ্যে সন্ত্রাসীর হাতে জীবন দিতে হয়েছে স্বামী মো. দাদন খলিফা (৩০)কে। গতকাল বেলা ১টার দিকে উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর খলিফাকান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এ সময় নিহতের বাবা সেকান্দার খলিফা বলেন, ইদ্রিস খান ও তার ৩ ভাই ১৯৯৭ সালে আমার বোনকে হত্যা করেন। সেই বিচার পাইনি। বিচার না হওয়ায় তারা ২৪ বছর পর আবার আমার ছেলেকে হত্যা করলো। ককটেল-বোমা ফাটিয়ে ইদ্রিস খান আমাদের সামনে থেকে ছেলেকে তুলে নিয়ে যান। পরে ৩০-৩৫ জন মিলে কুপিয়ে ফেলে রেখে গেছে। ইউপি সদস্য হেনা পারভিন, মোহাম্মদ খলিফা, শৌলপাড়া ইউনিয়নবাসী মাকসুদা বেগম, মোক্তার আখন্দ বলেন, দাদনকে নির্মমভাবে হত্যা করেছে। হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে।মানববন্ধনে নিহতের মা আমেনা বেগম, চাচা রাজ্জাক খলিফা, জুলহাস ফলিফা, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক ব্যাপারী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল হক খলিফা, সদস্য আব্দুল মান্নান খান ভাসানী, শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা খান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন আখন্দ, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহাজাহান খলিফা, সমাজসেবক হোসেন মাদবরসহ শৌলপাড়া ইউনিয়নের ৫০০ লোক উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us