You have reached your daily news limit

Please log in to continue


রাঙ্গুনিয়ার তিন প্রবাসী নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৩ বাসিন্দা নিহত হয়েছে। এদের মধ্যে ২ জন নিকটাত্মীয়। রোববার সকাল ১০টায় সালালাহ হতে মাস্কাটগামী সড়কের আল তামরিত এলাকায় দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের জাহেদ (৪২), সরফভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার সালাহউদ্দিন (৪০) ও বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামের আবছার (৪৫)। ওমান প্রবাসী সাংবাদিক মাহফুজ আনাম জানান, নিহতরা মাস্কাট মডার্র্ন রোজ ট্রেডিং এন্টারপ্রাইজ এলএলসি নামক একটি কোম্পানির পর্দার সেকশনে চাকরি করতেন। ঘটনার সময় তারা রাজধানী থেকে ১ হাজার কিলোমিটার দূরে সালালাহ নামক অপর এক শহরে পর্দার কাজ করতে গিয়েছিলেন এক সপ্তাহ আগে। কাজ শেষ করে ভোরে মাস্কাটে ফিরছিলেন। পথে তামরিত নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়ক থেকে অনেক দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। জানা যায়, পুলিশ লাশ উদ্ধার করে সালালাহর একটি হাসপাতালের মর্গে রেখেছে। এগুলো সোমবার মাস্কাটে নিয়ে আসা হবে। লাশ ওমানস্থ বাংলাদেশ দূতাবাস লাশ দেশে পাঠানোর জন্য সকল প্রকার সহযোগিতা করবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন