পূরবী বসু তার রচিত ‘কিংবদন্তির খনা ও খনার বচন’ বইয়ের শুরুতে কয়েকটি প্রশ্ন করেন সেগুলো হলো ১. বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? ২. বাংলার প্রথম নারী কৃষিবিদ কে? ৩. বাংলার প্রথম জ্যোতিষবিদ ও গণিতবিদ কে? ৪. বাংলার প্রথম নারী পরিবেশবিদ কে? এই সব প্রশ্নের উত্তর একটাই, তা হলো ক্ষণা বা খনা ওরফে লীলাবতী। সেই খনার বচন এখনো আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে। কথিত আছে, খনা ছিলেন ৮০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে জ্যোতিষশাস্ত্রে নিপুণা ও বচন রচয়িতা বিদূষী নারী।