ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিখোঁজের প্রায় চার মাস পর সালমা সুলতানা (২৭) নামের এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৪টার দিকে রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রাম থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোতালেব কাজী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পলাশতলী গ্রামের বাসিন্দা।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সালমার বড় ভাই হাবিবুল্লাহ তাঁর বোন নিখোঁজ হয়েছে মর্মে চলতি বছরের ১ ফেব্রুয়ারি ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে তদন্তে নামে পুলিশ। চলতি বছরের ২৫ জানুয়ারি নিখোঁজ হন সালমা।